অন্ধ্র এবং ওড়িশা উপকূলে অবস্থান সুস্পষ্ট নিম্নচাপের। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। অতিভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে।
বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরেও। শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরের অতিবৃষ্টির সর্তকতা।
শুক্রবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার থেকেই আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
Be the first to comment