মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপির ফলাফলের পর তোলপাড় জাতীয় রাজনীতি। কিন্তু মুখে যেন কুলুপ এঁটেছে তৃণমূল কংগ্রেস ৷ দিনভর মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভার নির্বাচনী ফলাফল নিয়ে যখন গোটা দেশে আলোচনা চলছে, তখন এ বিষয়ে মুখে কোনও ‘রা’ কাটল না তৃণমূল। দুই রাজ্যের নির্বাচনী ফলাফল সম্পর্কে মন্তব্য করা নিয়ে কেন বিরত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের শীর্ষ নেতারা, আর তা নিয়ে উঠল প্রশ্ন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই দুই রাজ্যের ভোট ফলাফল নিয়ে মন্তব্য এড়িয়েছেন তৃণমূল নেত্রী।
মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি জোট। তবে নরেন্দ্র মোদী-অমিত শাহের কপালে ভাঁজ ফেলে তুলনামূলক ভালো ফল করেছে কংগ্রেসও। ২০২১ সালে এ রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২০ সালে পৌরসভার নির্বাচন। পরপর দু’বছর রাজ্যে গুরুত্বপূর্ণ দুটি নির্বাচন। হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা ভোটের সামান্যতম প্রভাব এ রাজ্যে পড়ুক তা চাইছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনী ফলাফল নিয়ে বিজেপি বা কংগ্রেসের পক্ষে অথবা বিপক্ষে কোনও মন্তব্য করলে রাজ্যের সাধারণ ভোটারদের কাছে কি বার্তা পৌঁছাবে তা নিয়ে সন্দিহান তৃণমূল শিবির। মন্তব্য করে কোনওপ্রকার ঝুঁকি নিতে চাইছে না তারা। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই ফিরবেন কলকাতায় ৷ উত্তরবঙ্গ থেকেও মহারাষ্ট্র এবং হরিয়ানার নির্বাচনী ফলাফল নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। এমনকি দেননি ফেসবুক টুইটারে বার্তাও।
একইরকমভাবে তৃণমূলের জাতীয় মুখপাত্ররাও খোলেননি মুখ। মন্তব্য এড়িয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরের পরামর্শে সুকৌশলে তৃণমূল শিবির দুই রাজ্যের ভোট সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করবে না বলেই মুখে কুলুপ এঁটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷
Be the first to comment