হাওড়া স্টেশনে ভাঙচুর চালানো হলো। তিন মাস ধরে লোকাল ট্রেন দেরিতে চলায় শনিবার স্টেশন চত্বরে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে রেলওয়ে কম্যান্ড ও RPF এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।
এদিকে আরপিএফ ও রেলওয়ে কম্যান্ড সূত্রে জানা গেছে, আজ সকালে ১০০ জনের একটি দল হাওড়া স্টেশনে ভাঙচুর চালানো শুরু করে। তবে তারা কোথা থেকে এসেছিলো বা কোথাকার বাসিন্দা কিছু জানা যায়নি। স্টেশন মাস্টারের অফিস ও অতিথিশালায় ভাঙচুর চলে। ১০০ জনের ওই দলটি থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
Be the first to comment