কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু ৷ আর এক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপরাজ্যপাল হচ্ছেন প্রাক্তন সুরক্ষাসচিব রাধাকৃষ্ণ মাথুর ৷ জম্মু ও কাশ্মীরের বর্তমান উপরাজ্যপাল সত্যপাল মালিককে গোয়ার রাজ্যপাল করা হলো। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের তরফে জারি করা হয়েছে এই বিবৃতি ৷
১৯৮৫ সালের গুজরাত ক্যাডারের IAS অফিসার গিরীশচন্দ্র মুর্মু ৷ বছর ষাটের ওড়িয়া এই অফিসার বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয়সচিব পদে রয়েছেন ৷ নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ৷ মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লিতে আসেন মুর্মু ৷ অর্থমন্ত্রকের ব্যয়সচিব থাকা অবস্থাতেই তাঁকে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ অবশ্য চলতি মাসের শেষেই ব্যয়সচিবের পদ থেকে তাঁর অবসর নিতেন তিনি ৷
৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র ৷ জম্মু ও কাশ্মীরকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ৩১ অক্টোবর জম্মু-কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে ৷ আর তার প্রথম উপরাজ্যপাল হবেন গিরীশচন্দ্র মুর্মু ৷ জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল হওয়ার জন্য গিরীশচন্দ্র মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷
অন্যদিকে, রাধাকৃষ্ণ মাথুর ১৯৭৭ সালের ত্রিপুরা ক্যাডারের IAS অফিসার ৷ তিনি হবেন কেন্দ্রশাসিত লাদাখের প্রথম উপরাজ্যপাল ৷ ৩১ অক্টোবর উপরাজ্যপাল পদে শপথ নেবেন গিরীশচন্দ্র মুর্মু ও রাধাকৃষ্ণ মাথুর ৷ শুক্রবার রাষ্ট্রপতি ভবনের তরফে আরও জানানো হয়, মিজোরামে রাজ্যপাল হচ্ছেন পি এস শ্রীধরন ৷ তিনি কেরালার বিজেপি নেতা ৷
Be the first to comment