তামিলনাড়ুর নাডুকাট্টুপাট্টিতে শুক্রবারই ৩৫ ফুট গভীর কূপে পড়ে যায় তিন বছরের শিশু। শুক্রবার থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আজ, শনিবার দ্বিতীয়দিনেও চলছে শিশুটিকে উদ্ধারের কাজ। পুলিশের তরফে জানানো হয়েছে, সুজিত উইলসন শুক্রবার বিকেল নাগাদ পরিত্যাক্ত কুয়োর পাশে খেলছিল। সেই সময়ই অসাবধানতায় তিন বছরের শিশুটি ওই গর্তে পড়ে যায়। তারপরই স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। তারপর থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, প্রশাসনের এক কর্তা জানিয়েছেন গর্তের মধ্যে সুজিতকে বসে থাকতে দেখা গিয়েছিল। বসে বসে সে কাঁদছিল। মাটির উপর থেকে সিলিন্ডারের সাহায্যে অক্সিজেন দেওয়া হচ্ছে।
Be the first to comment