দিল্লীতে আবার ঘটলো লজ্জাজনক ঘটনা। বৃহস্পতিবার রাজধানীর বুকে মহিলা কমিশনের এক সদস্যকে বেধড়ক পিটিয়ে, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। তিনি বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। ঘটনাটি ঘটে দিল্লির নারেলা এলাকায়। ওই এলাকায় অনেক দিন ধরেই বেআইনি মদের ব্যবসা চলছিল। এই খবরটা ঐ সদস্য জানিয়েছিলেন দিল্লি মহিলা কমিশনকে। এরপরই দুস্কৃতীরা ঐ মহিলার উপর চড়াও হয়। তাকে রড দিয়ে মেরে, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়। গোটা ঘটনার ভিডিও করে দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ৬ জনকে গ্রেফতার করেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ঘটনাটিকে ‘অত্যন্ত লজ্জাজনক’ জানিয়ে লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালকে হস্তক্ষেপ করার আর্জি জানান এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছেন।
Be the first to comment