সাড়ে ৫ লক্ষ প্রদীপ জ্বললো অযোধ্যায়, নাম উঠলো গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে

Spread the love

ছবি- (এএনআই)

দীপাবলির আগের রাতে আলোয় আলোকিত অযোধ্যা। সরযু নদীর তীর সেজে উঠেছে আলোয়। ২০১৭ সালে ক্ষমতায় এসেই এ রাজ্যে দীপোত্‍সব শুরু করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সাড়ে ৫ লক্ষের মাটির প্রদীপ জ্বালেছে অযোধ্যায়। এর মধ্যে সরযু ঘাটে ৪ লক্ষ ১০ হাজার প্রদীপ জ্বালীয়ে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে অযোধ্যার। দীপাবলি উদযাপনে সামিল হতে ভিড় জমিয়েছেন পর্যটকরাও। রাজ্য সরকারের তরফে এদিন ২২৬ কোটি টাকার প্রকল্পও ঘোষণা করা হয়।

দশেরায় রাবণবধ করে দীপাবলিতেই নাকি অযোধ্যায় ফিরে এসেছিলেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাঁদের ফেরার আনন্দে প্রদীপ জ্বালিয়ে সেজে উঠেছিল গোটা শহর। সেই থেকেই নাকি দীপাবলি পালনের প্রথা। রাম জন্মভূমি হিসেবে কথিত অযোধ্যায় দীপাবলি পালন যে বিশেষ রূপে হবে তা বলাই যায়। তিন দিন ধরে এখানে চলবে দীপোত্‍সব। অযোধ্যা-জুড়ে জ্বালানো হয়েছে কয়েক লক্ষ মাটির প্রদীপ। বিশেষ ভাবে সাজানো হবে সরযু ঘাটকে। রাম, সীতা ও লক্ষ্মণের ঘরে ফেরারে প্রতীকী ছবি তুলে ধরতে হেলিকপ্টারে আনা হবে তাঁদের মূর্তি।

এদিকে, রামের পদাঙ্ক অনুসরণ করে তাঁর সরকার পরিচালিত হচ্ছে বলে এদিন অযোধ্যার দীপোত্‍সবের মঞ্চ থেকে মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কোনও সীমা লঙ্ঘন না করেই জয় মিলতে পারে বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনি।

যোগী বলেন, রামের নির্ধারণ করে দেওয়া সীমারেখাই আমাদের জয়ের পথে এগিয়ে দেয়। অযোধ্যা যে তার ঐতিহাসিক অওয়ধ পুরীর মর্যাদা ফিরে পারে সে বিষয়ে আমার মনে কোনও প্রশ্ন নেই। আর এজন্য আমাদের রামের নির্ধারণ করে দেওয়া সীমারেখা লঙ্ঘন করার প্রয়োজন হবে না।’ আর কয়েক সপ্তাহ পরে সংবেদনশীল অযোধ্যা মামলার রায় ঘোষণা করতে চলেছ সুপ্রিম কোর্ট। তার আগে যোগীর এই মন্তব্যকে সাধারণ মানুষের প্রতি তাঁর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*