চিটফান্ড কাণ্ডে এবার আরও দুই IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। তারা হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দময়ন্তী সেন এবং ডেপুটি কমিশনার (পোর্ট) ওয়াকার রাজা। এই দু’জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিজিকে চিঠিও দিয়েছে সিবিআই।
তবে, দময়ন্তী সেনকে নিয়ে তেমন কোনও বিতর্ক নেই। পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের পর তাঁকে বদলি করে দেওয়া হয়েছিলো কলকাতা পুলিশ থেকে। সম্প্রতি কলকাতা পুলিশে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে তাঁকে। সিবিআই সূত্রে খবর, মূলত একটি চিঠি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত ২০১০ সালে চিটফান্ড নিয়ে চিঠি লেখেন দময়ন্তী সেনকে। সেই সময় তিনি কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (অপরাধ) ছিলেন। সেই চিঠি পাওয়ার পরেই দময়ন্তী SEBI-কে চিঠি লেখেন। তখন SEBI-এর তরফে রোজভ্যালিকে ব্যবসা বন্ধ করতে বলা হয়। কিন্তু আদালতে গিয়ে স্থগিতাদেশ পায় রোজভ্যালির কর্তারা। সূত্রের খবর এই বিষয়টিই নিয়ে দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
অন্যদিকে, বর্তমান DC পোর্ট ওয়াকার রাজা ২০১০ সাল নাগাদ ছিলেন সিআইডি-তে। সেই সময় কাস্টমস হাউসে তিন মাস অন্তর সমন্বয় বৈঠক হত। SEBI, রেজিস্টার্স অব কোম্পানিজ, ইডি, কলকাতা পুলিশ, সিআইডি-এর মতো সংস্থার প্রতিনিধিরা থাকতেন বৈঠকে। আলোচনা হতো কর ফাঁকি, দুর্নীতি নিয়ে। এই মিটিংয়ে সিআইডি-এর পক্ষ থেকে যেতেন ওয়াকার রাজা। সেই বৈঠকেই চিটফান্ডের বিষয়টি নিয়ে আলোচনা হয়। কিন্তু কোনও এজেন্সি তখন সেভাবে গুরুত্ব দেয়নি বিষয়টিতে। সম্ভবত সেই বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে ওয়াকার রাজাকে।
এদিকে শনিবার অর্থ দফতরের মুখ্যসচিবের আপ্ত সহায়ককে দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অভিযোগ, খাস জমি বিক্রি করা হয়েছিল রোজভ্যালিকে। সেই বিষয়টি নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
Be the first to comment