মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-এর পর ওয়াসেনার অ্যারেঞ্জমেন্টের সদস্য হতে চলেছে ভারত। হ্যাঁ, ভিয়েনায় দু’দিনের প্লেনারি বৈঠকের শেষে এমন কথাই ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই ভারতকে ৪২তম সদস্য হিসেবে ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামেরিকা ও ফ্রান্স। প্রসঙ্গত, সদস্য হিসেবে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সমর্থন জানিয়েছিল রাশিয়া, ফ্রান্স, জার্মানি, অ্যামেরিকা। চলতি বছরের ২৭ জুন মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের পূর্ণ সময়ের সদস্য হয়েছিল ভারত। পরমাণু প্রযুক্তি ও পরমাণবিক অস্ত্রশস্ত্রের প্রসার রুখতে রয়েছে চারটি সংগঠন। এনএসজি (NSG), এমটিসিআর (MTCR), অস্ট্রেলিয়া গ্রুপ ও ওয়াসেনার অ্যারেঞ্জমেন্ট। এনএসজি (NSG)-র স্থায়ী সদস্যপদ না পেলেও এমটিসিআর (MTCR) এর সদস্য হয়েছিল ভারত। এবার ওয়াসেনার অ্যারেঞ্জমেন্টের সদস্য হতে চলেছে দেশ।
Be the first to comment