জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের জঙ্গি হামলার ঘটনা ঘটলো। মঙ্গলবার পুলওয়ামার ড্রাবগামে একটি স্কুলে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত এ হামলায় হতাহতের কোনও খবর মেলেনি। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দশম শ্রেণির পরীক্ষা চলছিল ওই স্কুলে। সে সময়ই জঙ্গিরা গুলি চালায় বলে খবর।
জানা যাচ্ছে, সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা। স্কুলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিআরপিএফ জওয়ানরা। একইসঙ্গে নিরাপত্তার দায়িত্বে ছিল স্থানীয় পুলিশও। জঙ্গিদের গুলির পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। হামলার পর ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।
উল্লেখ্য, সোমবার সোপোরে বাসস্ট্যান্ডের কাছে গ্রেনেড হামলায় কমপক্ষে ২০ জন সাধারণ নাগরিক জখম হয়েছেন বলে জানা গিয়েছিল। এর ক’দিন আগেই করন নগর থানায় গ্রেনেড ছুড়েছিল কয়েকজন অজ্ঞাতপরিচয় জঙ্গি। সে ঘটনায় জখম হয়েছিলেন ৬ জন সিআরপিএফ জওয়ান। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাক সেনার গুলিতে নিহত হন দুই ভারতীয় সেনা জওয়ান ও এক নাগরিক।
Be the first to comment