সৌদির মাটিতে বাণিজ্য ফেরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন-কীভাবে-কী উদ্দেশ্যে সৌদি বণিকরা ভারতে আসবেন সেই চিত্রই আজ তুলে ধরলেন প্রধানমন্ত্রী। মোদীর দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের অর্থনীতির অভিমুখ আরও গতি পাবে। ৫ ট্রিলিয়নের লক্ষ্যে খুব সহজে পৌঁছে যাবে তা। কেন সৌদি বণিকরা এদেশে বাণিজ্য করতে আসবেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত একটি উন্নয়নশীল দেশ। যার অর্থনীতি দ্রুত হারে এগিয়ে চলেছে। বিশ্বের যে কোনও দেশের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের।
প্রধানমন্ত্রীর দাবি, ২০২৪ সালের মধ্যে গ্যাস সম্পদে ভারত এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। পাশাপাশি শ্রমদিবস সৃষ্টিতে এবং শ্রমিকের চাহিদা মেটাতে ভারত কার্যকর হয়ে উঠছে। যে গতি বর্তমানে রয়েছে, আগামী চার-পাঁচ বছরের মধ্যে তা আরও কয়েক গুণ বাড়বে বলেই আজ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিসিয়েটিভের মঞ্চে এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করার সময় একথা বলেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, গ্যাস ও তৈল সম্পদের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ আরও বাড়াবে ভারত। এর উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের অন্যতম বড় সাফল্য প্রতিটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা।
প্রধানমন্ত্রীর দাবি, শিক্ষা-সংস্কৃতির মতো ক্ষেত্রেও বিনিয়োগের মাত্রা বেড়েছে। আগামী দিনে ভারতের বাজার আরও সমৃদ্ধশালী হবে সেই দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ৩৫০ মিলিয়ন মানুষকে ব্যাঙ্ক পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। যার ২০ বিলিয়ন ডলারের বেশি টাকা বেহাত হওয়া আটকানো গেছে। আয়ুস্মান ভারত ৫০০ মিলিয়ন মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে বিনিয়োগের সীমা আরও বাড়বে। এরপরেই প্রধানমন্ত্রীর দাবি, এই সকল উদাহরণই প্রমাণ করে ভারতের প্রগতির গতি আগামী দিনে আরও দ্রুতশীল হবে।
Be the first to comment