কাশ্মীর থেকে কফিনবন্দী হয়ে বাংলায় ফিরল তিন শ্রমিকের দেহ ৷ কিছুক্ষণ আগেই তাঁদের মৃতদেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছায় ৷ আরও দুই নিহত শ্রমিকের দেহ আসছে ৷ একই বিমানে ফেরেন জহরুদ্দিন ৷ বিমানবন্দরে উপস্থিত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷
গত সন্ধ্যায় কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হন পাঁচ বাঙালি শ্রমিক ৷ মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে তাঁদের মৃত্যু হয় ৷ তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন ৷ জঙ্গি হামলায় জখম আরও একজন বাঙালি শ্রমিক ৷
নিহত শ্রমিকদের নাম শেখ নইমুদ্দিন , শেখ মুরশলিম, শেখ রফিকুল, শেখ রফিক এবং শেখ কামারুদ্দিন ৷ জখম শ্রমিকের নাম জহিরুদ্দিন সরকার ৷ তাঁর হাতে গুলি লাগে ৷
পুলিশ সূত্রে খবর , কাশ্মীরের কুলগামে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা ৷ গত সন্ধ্যায় নিজেদের বাড়িতেই ছিলেন৷ জঙ্গিরা তাঁদের উপর হামলা করে ৷ তাঁদের বাড়ি থেকে বের করে এনে গুলি চালাতে শুরু করে তারা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের ৷ গুরুতর জখম হন জহিরুদ্দিন ৷ প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৷ কাজের সূত্রে কাশ্মীরে গেছিলেন তাঁরা ৷
Be the first to comment