দাবানলে বিদ্ধস্ত লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া

Spread the love

দাবানলে কার্যত বিদ্ধস্ত ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। বৃহস্পতিবার সন্ধ্যার লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভয়াবহতা (বার্নিং ইনডেক্স) ছিল ২৯৬। যা সাম্প্রতিককালে সর্বোচ্চ। শুধু তাই নয়, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্কবার্তা জারি করেছে সেখানকার দমকল বাহিনী। লস অ্যাঞ্জেলেসের অন্যতম অভিজাত বসতি বেল এয়ার আগুনে ছারখার হয়ে গিয়েছে। ভস্মীভূত হয়ে গেছে ৬টি নামী এস্টেট। তার মধ্যে আছে মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের মদ তৈরির কারখানা। ওই এলাকা পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় সড়কের ধারে বনজঙ্গলে মোড়া ছোট ছোট পাহাড় দাউদাউ করে জ্বলছে। বেশ কিছু এলাকা ইতিমধ্যেই খালি করে দিতে বলা হয়েছে। বন্ধ একাধিক রাস্তা। দূষিত বাতাসের জন্য স্থানীয় বাসিন্দাদের মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সূত্রের খবর, হেলিকপ্টার থেকে বারবার জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি খুব ভয়ঙ্কর। যা নিয়ন্ত্রণে আনতে আরও ক’দিন সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*