মাধ্যমিকের টেস্ট পরীক্ষার দিন বদল। তিন জেলায় পরীক্ষার দিন বদল করা হয়েছে। ২৫ নভেম্বর বিধানসভা উপ নির্বাচন রয়েছে। আর সেই কারণেই তিন জেলায় মাধ্যমিকের টেস্ট পরীক্ষার দিন বদল করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, ২০-৩০ নভেম্বরের মধ্যে গোটা রাজ্যে টেস্ট পরীক্ষা হবে। কিন্তু নির্বাচন কমিশন ২৫ নভেম্মর রাজ্যের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে৷ তার ফলেই ৩ জেলায় টেস্টের দিন বদল করতে বাধ্য হল মধ্যশিক্ষা পর্ষদ।
বৃহস্পতিবার পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, আগামী ২২ নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করতে হবে ৷ তিনটি জেলার তিনটি বিধানসভার উপনির্বাচন হলেও, ওই জেলাগুলোর সব বিধানসভা এলাকার পরীক্ষাসূচি পরিবর্তন করা হয়েছে ৷ অন্যদিকে উচ্চমাধ্যমিক সংসদ জানাল, এবারের উচ্চমাধ্যমিকে প্রশ্নের সঙ্গে উত্তরপত্র নয়৷ ৬ মাস আগে সংসদ ঘোষণা করেছিল, প্রশ্নের সঙ্গেই উত্তরপত্র দেওয়া হবে ৷ এবার সেই নির্দেশিকা বাতিল করল সংসদ ৷ সরকারের নির্দেশেই তা বাতিল করা হলো ৷ ফলে পুরনো পদ্ধতিতেই এবারের উচ্চমাধ্যমিক হবে।
প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদের আওতায় মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি পত্রে প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়ার নিয়ম চালু রয়েছে ৷ প্রশ্ন ফাঁস রুখতে এবারের উচ্চমাধ্যমিকে সমস্ত বিষয়ে প্রশ্ন এবং উত্তর একটি খাতাতেই থাকবে বলে জানিয়েছিল সংসদ ৷
Be the first to comment