আগামী বছর পুজোয় ১৫ দিন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

কালীপুজো-ভাইফোঁটার চারদিনের টানা ছুটির শেষে বুধবার কাজে যোগ দিতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি হয়ে গেল পরবর্তী ছুটির বিজ্ঞপ্তি ৷ পুজোর আবহ সম্পূর্ণ কেটে যাওয়ার আগেই বৃহস্পতিবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে আগামী বছরের পুজোর ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী বছরে সরকারি কর্মীদের পুজোর ছুটি ১৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৷

বছর শেষের ছুটি বাদ দিলে এবছরে টানা ছুটির দিন শেষ ৷ মাস দু’য়েক বাদেই শুরু নতুন বছর ৷ তাই ২০২০-তে সরকারি ছুটির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে নবান্নে ৷ ছুটি প্রিয় বাঙালির জন্য ২০২০ সাল আরও সুখের ৷ এবছরের থেকেও আগামী বছর বেশি ছুটির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সরকারিভাবে পুজোর ছুটি ১৯ অক্টোবর থেকে শুরু হলেও ছুটির শুরু ১৭ অক্টোবর ৷ কারণ ১৭ তারিখ শনিবার ও ১৮ রবিবার ৷ এই দু’দিন জুড়লে মোট লম্বা টানা ছুটির সংখ্যা দাঁড়াবে ১৫ দিন ৷ কারণ, সরকারি দফতরে সপ্তমী থেকে লক্ষ্মীপুজোর পরেরদিন অবধি এমনিই ছুটি থাকে ৷

উল্লেখ্য এবছর দীপাবলি, ভাইফোঁটা ও ছটপুজোয় দু’দিন করে ছুটি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে আগামী বছরও একইভাবে ছুটি মিলবে কিনা তা স্পষ্ট করেনি রাজ্য সরকার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*