খট্টর ও ক্যাপ্টেনের জন্য দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছেঃ অরবিন্দ কেজরিওয়াল

Spread the love

দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি শুক্রবার টুইট করেন, প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷

দিল্লিতে দূষণের মাত্রা বাড়ার পেছনে হরিয়ানা ও পঞ্জাব সরকারকেই তিনি মূলত দোষ দিলেন। তিনি টুইট বার্তায় লেখেন, ‘খট্টর ও ক্যাপ্টেন সরকার কৃষকদের খড় পোড়াতে বাধ্য করছে, যার ফলে দিল্লিতে দূষণ আরও বাড়ছে। বৃহস্পতিবার দিল্লিবাসীরা পঞ্জাব ও হরিয়ানা ভবনে প্রতিবাদ করেছিলেন। সেখানকার সরকারের বিরুদ্ধে তাঁরা ক্ষোভপ্রকাশ করেছেন।

রাজধানীতে গত কয়েকদিন ধরে বাতাসের গুণগত মান বিপজ্জনক হয়ে উঠেছে। পঞ্জাব রিমোট সেন্সিং সেন্টার (PRSC)-র মতে, এবছর খড় পোড়ানোর পরিমাণ বেড়েছে। PRSC-এর ACM বিভাগের প্রধান অনিল সুদ বলেন, ২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবরের রেকর্ড অনুযায়ী আগুনের ঘটনা গত বছরের তুলনায় বেড়েছে ৷ এখনও পর্যন্ত মোট ৩৪৬৬ টি ঘটনা ঘটেছে। গত বছর, ২১ অক্টোবরের মধ্যে ২৫৭৫ টি ঘটনা ঘটেছে।

অতিরিক্ত এই দূষণের কারণে বেসরকারি ও সরকারি স্কুলগুলিতে ৫০ লাখ মাস্ক বিলি করা হয়েছে বলেও জানিয়েছেন অরবিন্দ ৷ প্রয়োজনে সেই মাস্কগুলি ব্যবহারের জন্যও আবেদন জানিয়েছেন তিনি ৷


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*