ফের ট্রায়াল রান ইস্ট-ওয়েস্ট মেট্রোয়

Spread the love

আগের সমস্যাগুলি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দু’দিনের পরীক্ষামূলক চলাচল। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত ফের পরীক্ষামূলকভাবে মেট্রো রেকগুলি চালানো হলো। যদিও চলতি মাসের ১৫ তারিখ তিনদিনব্যাপী ট্রায়াল রান হয়। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) সূত্রে খবর, গত ৩ দিনের ট্রায়াল রানে যে ত্রুটিগুলি ছিল সেগুলি কতখানি কাটিয়ে ওঠা গেছে সেটাই দেখা হল এবার।

সূত্রের খবর, গত ৩ দিনের পরীক্ষামূলক চলাচল যদি ত্রুটিমুক্ত হত তাহলে হয়তো এই মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত অংশটির উদ্বোধনের সম্ভাবনা থাকতো। তবে গত বছরের পরীক্ষামূলক চলাচল যে সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত ছিল না, সে বিষয় মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলো। মনে করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে এবছরই হয়তো শহরের উপর দিয়ে দৌড়বে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের মেট্রো ৷

কলকাতা মেট্রো মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, দুদিনের এই রান সম্পূর্ণ হয়েছে। শুক্রবার আমরা রিপোর্ট হাতে পাবো। তারপরই সম্পূর্ণ ছবিটা আমাদের সামনে স্পষ্ট হবে। এবারের পরীক্ষামূলক চলাচলটি বুধবার শুরু হয়েছিলো। প্রথমদিন বেলা ১২ টা থেকে ৪টে পর্যন্ত ট্রায়াল রান হয়। বৃহস্পতিবার বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরীক্ষা চলে।

এদিন ট্রায়ালে সিগন্যালিং ব্যবস্থা, বোর্ডে টাইমটেবিল, টিকিট কাউন্টার, ডোর ফ্রেমড মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানার মেশিন, টিকিট পাঞ্চিং মেশিন, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর সহ আরও অন্য যন্ত্রগুলি আবারও পরীক্ষা করে দেখা হয়। মেট্রো সূত্রে খবর, পরীক্ষার সময় দেখা গিয়েছিল যে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরগুলি রেকের দরজার সঙ্গে সামঞ্জস্য রেখে খোলার বিষয় কিছু ত্রুটি রয়ে গিয়েছিলো। দেখা যায়, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরগুলি মেট্রোর গেট খোলার প্রায় ১ মিনিট পর খুলছে।

এবার তাতে বিশেষ নজর দেওয়া হয় বলে জানা গেছে। এই সমস্যাটিকে অতিক্রম করার জন্য কলকাতা মেট্রো রেলের জেনেরাল ম্যানেজার সুনীল শর্মা আরও বেশ কয়েকটি চলাচলের নির্দেশ দিয়েছেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের পরিষেবা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার আগে ধাপে ধাপে পরীক্ষা চলছে। এর আগেও অনেকবার হয়েছে পরীক্ষামূলক চলাচল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*