ভারত থেকে করতারপুরে যাওয়া পুণ্যার্থীদের জন্য দু’টি ছাড়ের ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বের কাছে বর্তমানে কিছুটা হলেও কোণঠাসা পাকিস্তান। সে কারণেই কি ভারতীয় পুণ্যার্থীদের জন্য এই সিদ্ধান্ত ইমরানের? প্রশ্ন উঠছে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক মহলে।
শুক্রবার সকালে টুইট করে একথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ভারত থেকে করতারপুরে আসা শিখ পুণ্যার্থীদের জন্য আমি দু’টি প্রয়োজনীয় ছাড় দিয়েছি ৷
১) তাঁদের পাসপোর্টের দরকার পড়বে না – শুধু একটি বৈধ পরিচয় পত্র থাকলেই হবে ৷
২) ১০ দিন আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে না ৷ এছাড়াও, উদ্বোধনের দিন ও গুরু নানকের ৫৫০ তম জন্মদিনে কোনও টাকা নেওয়া হবে না, বলেও উল্লেখ রয়েছে টুইটে ৷
করতারপুর সাহিব গুরুদ্বার পাকিস্তানের অন্তর্গত পঞ্জাবের নারোয়াল জেলায় ৷ এটি ভারত সীমান্ত থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত। এখানে গুরু নানক তাঁর জীবনের ১৮ বছর কাটিয়েছেন ৷ করতারপুর করিডরের উদ্বোধন হবে ৯ নভেম্বর ৷ এই উদ্বোধনে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান খান ৷ তাঁর এই আমন্ত্রণ গ্রহণ করেছেন সিধু ৷ তিনি বলেন, করতারপুর করিডরের ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ ৷
এই প্রসঙ্গে, শিরোমণি অকালি দল (SAD)-এর সভাপতি জানান, ২০ ডলার করতারপুর করিডরে যাওয়ার জন্য অনেক বেশি। এই করিডর তীর্থযাত্রীদের জন্য। এটাকে ইমরান খান যেন তাঁর দেশের টাকা রোজগারের পথ হিসেবে ব্যবহার না করে ৷ এই করিডরকে দুই দেশের মধ্যে শুভেচ্ছার নিদর্শন হিসেবে দেখা উচিত ৷
Be the first to comment