কৃষকের রোজগার বাড়াতে বিকল্প চাষের উদ্যোগ রাজ্য সরকারের

Spread the love

কৃষকের আয় বাড়ানোর লক্ষ্যে একদিকে স্বল্পমেয়াদি ধান চাষে উৎসাহ ও অন্যদিকে বিকল্প কৃষি হিসেবে নানা ধরনের ফল উৎপাদন করে ভিন রাজ্যে তা বিক্রি করার উদ্যোগ নিচ্ছে রাজ্যের কৃষি ও উদ্যানপালন দপ্তর।

এক্ষেত্রে কৃষিকর্তাদের পরামর্শ হলো যে, দীর্ঘমেয়াদি ধান চাষের বদলে কম জলে অল্প দিনে ফলন হয় এমন প্রজাতির ধান চাষ। উদাহরণ স্বরূপ বলা যায় যেমন লাল স্বর্ণ প্রজাতির ধান, শতাব্দী, ক্ষিতীশ, আইআর-৩৬, আইআর-৬৪, এমটিইউ ১০১০, ডিআরআর ৪২, সহভাগী প্রজাতির ধান। এছাড়াও রবি মরশুমে তৈলবীজ বা ডাল চাষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*