রাজ্যের কৃষিক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে ৫০০ কোটি টাকার সাহায্য করেছে ৪০ লক্ষ কৃষককে। তথ্য অনুযায়ী বলা যায় যে, যেখানে দেশের অন্যান্য রাজ্যে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, সেখানে বাংলায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাহায্যে রাজ্যের চাষিরা নিজেদের শ্রীবৃদ্ধি ঘটিয়েছে।
এই কৃষক বন্ধু প্রকল্পের দুটি ভাগ আছে। নিশ্চিত আয়ের মাধ্যমে কৃষকরা বার্ষিক ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পেয়ে থাকেন তাদের চাষযোগ্য জমির আয়তনের ওপর নির্ভর করে। এছাড়া তাদের মৃত্যু হলে তাদের পরিবার এককালীন ২ লক্ষ টাকা সরকারের তরফে পেতে পারবেন। প্রসঙ্গত, কৃষি ক্ষেত্রে রাজ্য সরকার ২০১৯-২০ অর্থবর্ষে বাজেট বরাদ্দ করেছে ৬০৮৬ কোটি টাকা। আগের বছর এই বরাদ্দ ছিল ২৭৬৬ কোটি টাকা। বৃদ্ধি হয়েছে ১২০ শতাংশ।
Be the first to comment