৩৭০ ধারাকে সামনে রেখে ব্যাঙ্ককে বসবাসকারী ভারতীয়দের মন জয় করার চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলে ধরলেন বিশ্বের আর্থিক মানচিত্রে ভারতের উজ্জ্বল অবস্থানের কথা। আর সব শেষে দেশে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানালেন বণিকদের। কেন ভারতে বিনিয়োগ করবেন তাঁরা, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।
আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে বৈঠকে যোগ দিতে শনিবারই তিন দিনের সফরে তাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আসিয়ান-ভারত, পূর্ব এশিয়া সম্মেলন এবং মুক্ত আঞ্চলিক বাণিজ্য সম্মেলনে (RCEP) অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। মুক্ত আঞ্চলিক বাণিজ্য সম্মেলনে একটি চুক্তি হওয়ারও কথা। আর তার আগেই শনিবার তাইল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে নিজেকে কার্যত স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে তুলে ধরেন তিনি।
পাঁচ বছরের প্রথম মেয়াদের প্রধানমন্ত্রীত্বের সময়কালে দেশের ক্রমবর্ধমান অগ্রগতির তালিকা তুলে ধরেন তিনি। তুলে ধরার চেষ্টা করেন, কী ভাবে দেশ আর্থিক অগ্রগতির পথে এগিয়ে চলেছে। নিজেকে ‘স্বদেশি মোদী’ তুলে ধরে তিনি দাবি করেন, এখানকার ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দিতে গিয়ে মনে হচ্ছে না বিদেশে আছি। পরিবেশ দেখে মনে হচ্ছে দেশেই রয়েছি।
উত্তর-পূর্বের উন্নয়ন যে কী কী কারণে গুরুত্বপূর্ণ সে কথাও এ দিন বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দাবি, উত্তর-পূর্ব ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশ পথ। এরপরই দুই দেশের সম্পর্কের উন্নয়নের কথা তুলে ধরে মোদীর দাবি, আমাদের সম্পর্ক শুধুমাত্র সরকারের সঙ্গে সরকারের নয়। বাস্তবটা রয়েছে ইতিহাসের মধ্যে, প্রতিটি ঐতিহাসিক ঘটনায় আমাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং এক নতুন উচ্চতায় পৌঁছেছে। পাশাপাশি ফের একবার ভারতকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে তুলে ধরার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী, আর এ জন্য শুধু দেশের নয়, বিদেশের মাটিতে বসবাসকারী প্রতিটি ভারতীয়র কাছে সাহায্য চান তিনি।
এরপরই প্রধানমন্ত্রীর দাবি, এবারের লোকসভা নির্বাচনে আমরা ইতিহাস গড়েছি। ৬০ কোটি ভোটার ভোট দিয়েছেন। সারা বিশ্বের গণতন্ত্রে এই ঘটনা সর্ববৃহৎ। এর জন্য প্রতিটি ভারতীয় গর্বিত।
Be the first to comment