নিয়ম ভেঙেই বয়লার সাফাই, খনিতে আটকে ৭০ জন শ্রমিক

Spread the love

কয়লা খনিতে বয়লার খারাপ হয়ে যাওয়ার কারণে খনির নিচে আটকে পড়েছেন ৭০ জন শ্রমিক ৷ ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোরা এলাকার মুকুন্দপুর পড়াসকোল ইস্ট কোলিয়ারিতে ৷ উদ্ধারকাজ চলছে ৷ খনির নিচে শ্রমিকরা সুস্থ আছেন বলেই কয়লাখনি সূত্রে খবর ৷

উলেখ্য, গত রাতে প্রায় ৭০ জন শ্রমিক খনিতে নেমেছিলেন কাজে ৷ সেসময় নিরাপত্তা অফিসারের নির্দেশে বয়লার সাফাই করা হলে ডুলি বন্ধ হয়ে যায় ৷ ফলে খনির নিচে আটকে পড়েন শ্রমিকরা ৷ এখনও পর্যন্ত তাঁদের উপরে নিয়ে আসা সম্ভব হয়নি ৷

কয়লাখনির KKSC শ্রমিক সংগঠনের নেতা গৌতম মণ্ডল বলেন, কোলিয়ারির নিরাপত্তা অফিসার গৌতম সাহার নির্দেশে বয়লার সাফাই করা হয় ৷ ফলে স্টিম না থাকার কারণে হঠাৎই ডুলি বন্ধ হয়ে যায় ৷ সকাল সাতটায় খনির উপরে উঠে আসার কথা ওই ৭০ জন শ্রমিকের ৷ নতুন করে কোলিয়ারির বয়লার স্টিম করে শ্রমিকদের ওঠানোর চেষ্টা চলছে সংগঠনের সহযোগিতায় ৷

যদিও, এই ব্যাপারে কয়লাখনির এজেন্ট সত্যকান্ত আনন্দ কথা বলতে অস্বীকার করেন ৷ অন্যদিকে, খনির ইঞ্জিনিয়র প্রসূন সাহা পরোক্ষভাবে স্বীকার করেন যে, বয়লার সাফাই করার কারণেই এই ঘটনা ৷ খনির নিচে শ্রমিকরা সুস্থ আছেন বলেই জানান তিনি ৷

নিরাপত্তা অফিসারের শাস্তির দাবিতে খনি কর্মীরা বিক্ষোভে সামিল হন ৷ এর জেরে সকাল থেকেই খনির কাজ বন্ধ রয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*