দইঘাটে ছটপুজোয় গিয়ে অসুস্থ শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রবিবার দই ঘাটে ছটপুজোর ভিড়ে আহত হওয়া এক শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছট উৎসবের মঞ্চে হাতে মাইক নিয়ে সবে কিছুটা বলা শুরু করেছেন, এমন সময় খবর পান ভিড়ের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে একটি শিশু। মঞ্চ ছেড়ে তাকে শুশ্রূষা করতে এগিয়ে যান তিনি।

এরপর মুখ্যমন্ত্রী উপলব্ধি করেন তাঁকে কেন্দ্র করে গঙ্গার ঘাটের ভিড়ের অনেকটাই চলে এসেছে উৎসব মঞ্চের কাছাকাছি। সময়ের সঙ্গে বেড়ে চলেছে ভিড়ও। সেই মুহূর্তে বক্তব্য থামিয়ে সঞ্চালকের হাতে মাইক তুলে দিয়ে এলাকা ছাড়েন তিনি। ছটপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার দায়িত্ব দিয়ে যান প্রশাসনকে। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সবটা দেখে নেওয়ার জন্য নির্দেশ দেন।

ছটপুজোর জন্য শনিবার সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতার অন্যান্য ঘাটগুলি ঘুরে বিকেলে মুখ্যমন্ত্রী পৌঁছন দই ঘাটে। সেখানে তখন তিল ধারণের জায়গা নেই বললেই চলে। মুখ্যমন্ত্রী হাতে তাগা বেঁধে, ধূপ জ্বালিয়ে মঞ্চের এক কোনে ছট আরাধ্য মূর্তির সামনে কিছুক্ষণ উপাসনা করেন। আর তারপরই আগত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখতে শুরু করেন। খানিকক্ষণ যেতে না যেতেই ঘটনাটি ঘটে। কিছুটা ভিড় ঠেলেই শিশুটির শুশ্রূষা করেন তিনি। পরে ফের মঞ্চে ফিরে বক্তব্য না শেষ করেই এলাকা ছাড়েন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছট মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুব্রত বক্সী, মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। এদিকে, এমন ভিড়ের মাঝেই মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে খুশি শিশুটির পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*