রেশন কার্ড থাকলে ছাড় মিলবে শপিং মলে

Spread the love

রেশন কার্ড থাকলেই এবার শহরের বিশেষ একটি শপিং মলে ছাড় পাওয়া যাবে। প্রত্যেকটি নাগরিক যাতে রেশন কার্ড ব্যবহার করতে উদ্যোগী হন তার জন্য খাদ্য দফতর এই বিশেষ কর্মসূচি নিয়েছে। আগামী মঙ্গলবার থেকে দশ নম্বর আবেদনপত্র বিলি করবে রাজ্যের খাদ্য দফতর। সেই আবেদনপত্র খাদ্য দপ্তরে জমা দিলে নতুন রেশন কার্ড পাওয়া যাবে। তবে, রেশনের সামগ্রী সংগ্রহ করা যাবে না এই নতুন কার্ডে। কেবলমাত্র পরিচয় পত্র হিসেবেই এই রেশন কার্ড আনতে চাইছে রাজ্য সরকার।

এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্যের খাদ্য দফতর। সংশ্লিষ্ট সংস্থার শপিংমলে নতুন এই রেশন কার্ড নিয়ে গেলে বিভিন্ন রকম সামগ্রির উপর ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ ছাড় মিলবে বলে জানানো হয়েছে। নতুন এই পরিচয় পত্র তথা রেশন কার্ডে প্রায় ২৫০টি দ্রব্যের উপর বিশেষ ছাড় দেবে এই শপিং মলটি। রাজ্যের সমস্ত মানুষকে রেশন কার্ড ব্যবহারের জন্য এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর । খুব শীঘ্রই ক্যাবিনেট বৈঠকে বিষয়টি আলোচিত হবে। তারপর সবুজ সংকেত দেবে অর্থ দফতর।

বিভিন্ন মাধ্যমে রাজ্য সরকারের অধীনস্থ খাদ্য দফতর বিজ্ঞপ্তি দিয়ে খুব দ্রুত বিষয়টি রাজ্যের সাধারণ মানুষকে জানানো হবে। যাঁরা রেশন কার্ড ব্যবহার করেন অথচ গম, চাল সংগ্রহ করেন না, তাঁদের জন্য বিশেষ ধরনের এই রেশন কার্ড চালু করতে চলেছে খাদ্য দফতর। আর দু’মাস পরে নতুন বছর। আগামী বছরের শুরু থেকেই নতুন এই রেশন কার্ড ব্যবহার করা যাবে। সেই রেশন কার্ড দেখিয়ে শপিং মলে ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে খাদ্য দফতর থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*