মোদী সরকারের আমলে ভারতের অর্থনৈতিক অবস্থা বেশ নড়বড়ে হয়ে গিয়েছে, এই প্রেক্ষাপটে সমালোচনাও বেশ চলেছে। বিদেশি লগ্নি টানতে আরও একবার বিশ্বের দরবারে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই বিনিয়োগের আদর্শ সময় যার ভিত্তিতেই তিনি ভারতে লগ্নির দৃঢ় আবেদন এবং আহ্বান জানিয়েছেন।
ভারত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাকে তুলে ধরে রবিবার মোদী জানিয়েছেন, “ভারতের কিছু ইতিবাচক পরিবর্তনের দিক দেখানোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি এটাই ভারতে আসার আদর্শ সময়। ভারতের উন্নতির ছবি দেখিয়ে মোদী বলেন, ওয়ার্ল্ড ব্যাঙ্কের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ তালিকায় এক ধাক্কায় ৭৯ স্থানে উঠে এসেছে। মোদীর কথায়, “গত ৬৫ বছরে ভারতের অর্থনীতি ছিল ২ লক্ষ কোটি মার্কিন ডলার, কিন্তু ক্ষমতায় এসে মাত্র ৫ বছরে ৩ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতিতে পৌঁছেছে ভারত। অনেক খারাপ জিনিসের পাশাপাশি অনেক ভালো মনে রাখার ঘটনাও ঘটছে।
Be the first to comment