নিয়মকে ডোন্ট কেয়ার; রাতভর শব্দবাজি, ব্যান্ডপার্টিতে ছট পুজো হল রবীন্দ্র সরোবরে

Spread the love

নিয়ম ছিল ৷ নিষেধাজ্ঞাও ৷ আদালতের রায়ও পক্ষে ছিল ৷ কিন্তু তাতেও রক্ষা করা গেল না পরিবেশকে ৷ প্রতি বছরের মতোই এবারেও দূষিত হল রবীন্দ্র সরোবর ৷ রাতভর পুজো, ব্যান্ড পার্টি, শব্দবাজির মধ্যেই ধূমধাম করে পালিত হল ছট ৷

গ্রিন ট্রাইব্যুনালের রায়ে এ বছর ছট পুজো নিষিদ্ধ হয়েছিল রবীন্দ্র সরোবরে ৷ সেই মতো গত পড়শু থেকেই সরোবরের সমস্ত গেটে কেএমডিএ-র নোটিশ ঝুলিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় ৷ কিন্তু শনিবার সকাল থেকেই গেটে গেটে বিক্ষোভ দেখাতে থাকেন একদল মানুষ ৷ কেএমডিএ-র নোটিশ ছিঁড়ে, গেটের তালা ভেঙে সরোবরে প্রবেশ করেন তাঁরা ৷ বিক্ষোভকারীদের দাবি, প্রতি বছরের মতো রবীন্দ্র সরোবরেই করতে দিতে হবে ছট পুজো ৷ সেই মতোই গতকাল সারাদিন ধরে সরোবরের মধ্যে চলে পুজোর আয়োজন ৷

স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকলেও একালাকয় কোনও পুলিশকর্মী ছিলেন না ৷ শুধু কয়েকজন বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন মাত্র ৷ তাঁদের পক্ষে উত্তেজিত জনতাকে সামাল দেওয়া সম্ভবপর হয়নি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*