কুরবান শাহ খুনের ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমান ও তার সঙ্গীকে নিজেদের হেফাজতে নিলো পুলিশ

Spread the love

তৃণমূল নেতা কুরবান শাহ খুনের ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমান ও তার সঙ্গী মোবারক করিম খানকে রবিবার রাতে মেচেদা স্টেশন চত্বর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আনিসুর এই মামলায় প্রধান অভিযুক্ত। সোমবার তমলুক আদালতে তাঁদের তোলা হয় ৷ ধৃতদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পাঁশকুড়া থানার পুলিশ।

নবমীর রাতে অর্থাৎ ৯ অক্টোবর মাইশরার দলীয় কার্যালয়ে খুন হন পাঁশকুড়ার ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শাহ (৩২) ৷ এই ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল নেতৃত্ব এবং কুরবানের পরিবার। আনিসুরের বিরুদ্ধে দায়ের হয়েছিল খুনের অভিযোগ। সিট গঠন করে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ খালেককে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় আরও ৫ জনকে।

পুলিশ দাবি করেছিল, ওই পাঁচজনের মধ্যে সেই সুপারি কিলারও রয়েছে যাকে খুনের জন্য ভাড়া করা হয়েছিল। তারপর রবিবার রাতে ধরা পড়ে আনিসুর ও মোবারক। কুরবানের পরিবারের দাবি , আনিসুরের সঙ্গে রাজনৈতিক শত্রুতা ছিল কুরবানের। তাঁকে একাধিকবার মারধর করা ছাড়াও তিনবার খুনের হুমকি দিয়েছিলেন আনিসুর। ঘটনায় আনিসুরের জড়িত থাকার অভিযোগ নিয়ে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, কান টানলেই মাথার খোঁজ মিলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*