কলেজ শিক্ষকদের বড় উপহার, ইউজিসি হারে বেতন; ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

রাজ্য সরকার পুজোর আগে ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা করলেও এবার ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন বেতন। পুজো মিটতেই এবার ইউজিসি হারে বেতনের ঘোষণা। সেটাও লাগু হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। তবে কোনও রকম এরিয়ার দেবেনা সরকার।

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ শিক্ষকদের নিয়ে এক অনুষ্ঠানে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, যতটুকু পারছি, ততটুকুই করছি। এমন কিছু বলব না যেটা করতে পারব না। ঘোষণা করে ঘরে ঢুকে যাব, তেমন কাজ আমি করি না।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন হারে বেতন দিতে সরকারের প্রতিমাসে খরচ হবে বাড়তি ১হাজার কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*