কাশ্মীর থেকে ফেরা শ্রমিকদের ৫০ হাজার করে টাকা দেবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

মুর্শিদাবাদ সাগরদিঘির পাঁচ শ্রমিক হত্যা হবার পর থেকেই উপত্যকায় কাজের সূত্রে যাওয়া মানুষেরা আতঙ্কে রয়েছেন। বাংলার শ্রমিকদের জন্য চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে চটজলদি ১৩৩ জন শ্রমিককে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এরপর তারা রাজ্যে ফেরার পরে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা সব শ্রমিককে এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এবং এই শ্রমিকদের মধ্যে যাঁদের বাড়ি নেই তাঁদের বাসস্থানের ব্যবস্থাও করবে রাজ্য সরকার।

কাশ্মীর থেকে ফিরে আসা ১৩৩ জন শ্রমিককে ‘সমর্থন’ প্রকল্পে এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে যাঁদের কোনও মাথা গোঁজার ঠাঁই নেই তাদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বাসস্থান করে দেওয়া হবে। এছাড়াও যদি তাদের অন্য কোনও রকম প্রয়োজন হয় তাহলে তারা যে যে জেলার বাসিন্দা সেই সেই জেলার ডিএম বা জেলাশাসকরা তাদের বিষয়গুলি সহানুভূতির সঙ্গে দেখবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*