হালিশহর, কাঁচরাপাড়া, গারুলিয়া, বনগাঁর মতো অর্জুন-দুর্গের ভাটপারা পুরসভাও হাতে রাখতে পারল না বিজেপি। বুধবার দুপুরেই বিজেপিতে যোগ দেওয়া ভাটাপাড়ার বহু কাউন্সিলর আসতে চলেছেন তৃণমূল ভবনে।
পুজোর আগে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, “পুজোর পরে ভাটপাড়াও ওদের হাত থেকে নিয়ে নেব। বেশি দিন ভয়-ভীতির রাজনীতি চলে না।” দেখা গেল নভেম্বরের শুরুতে অপারেশন ভাটপাড়া প্রায় সেরে ফেলতে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা।
তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, বোর্ড গঠন করার জন্য যে সংখ্যা দরকার, সেই সংখ্যার থেকে একজন হলেও বেশি তৃণমূলে ফিরবেন। বিশেষ সূত্রের খবর মঙ্গলবার রাত পর্যন্ত ঠিক ছিল ১৫জন কাউন্সিলর আসবেন তপসিয়ার তৃণমূল ভবনে। কিন্তু এদিন সকালে জানা যায় সংখ্যাটা আরও ২ বেড়ে এখন ১৭তে দাঁড়িয়েছে।
Be the first to comment