তৃণমূল কংগ্রেস ভবনে আজ দুই দফায় জরুরী বৈঠক সারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন প্রশান্ত কিশোর।
বৈঠকে প্রশান্ত কিশোর বলেন, প্রতিটি মানুষের মাথায় ঢোকাতে হবে এনআরসি রাজ্যে কার্যকর হলে কী ক্ষতি হতে পারে। এর জন্য বুথে বুথে গিয়ে সাধারণকে বোঝানোর নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী ও প্রশান্ত কিশোর।
এছাড়াও যে কাজে জোর দিতে বলা হয়েছে তা হল ‘দিদিকে বলো’ কর্মসূচি। রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের নেতৃত্বে ‘দিদিকে বলো’ কর্মসূচি ইতিমধ্যেই সাফল্য পেয়েছে বলে দাবি করে জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে দলকে আরও মজবুত তুলতে হবে। বুথ পর্যায়ে এই কর্মসূচি আরও বাড়াতে হবে।
সামনেই নির্বাচন তাই মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোই একমাত্র পথ বলে জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment