মালদার যুবক আফরাজুলের খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষ করে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের দুই মন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী যুবক মৃত্যুর ঘটনাটিকে বর্বরোচিত, অমানবিক, নৃশংস কাজ বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, কোনও মানুষ এরকম একটি কাজের সঙ্গে লিপ্ত হতে পারে, সেটা ভাবা যায়না। নাম না করে কেন্দ্রের অসহিষ্ণু মনোভাবকেই দায়ী করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের লোকজনের উস্কানিমূলক আচরণের জেরেই মানুষ এধরনের পৈশাচিক কাজ করছে।
পাশাপাশি, আফরাজুলের মৃত্যু প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। আজ রাতেই মালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, শনিবার সকালে আফরাজুলের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি এবং মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায় ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিশেষ দল। ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি পরিবারের পাশে থাকার বার্তা দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবারই গৌড় এক্সপ্রেসে মালদা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর বিশেষ দল।
অন্যদিকে শনিবার মালদায় পৌঁছবেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
https://youtu.be/DaCdB3S257Ihttps://youtu.be/vVLukoXDU4c
Be the first to comment