হিমোফিলিয়া নিয়ন্ত্রণে রাজ্যে শুরু হয়েছে নয়া কর্মসূচী

Spread the love

১লা নভেম্বর পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নতুন স্বাস্থ্য কর্মসূচী—‘হিমোফিলিয়া কন্ট্রোল প্রোগ্রাম’। রক্তের দুরারোগ্য অসুখ হিমোফিলিয়া চিহ্নিতকরণ এবং বিনামূল্যে চিকিৎসার জন্য শুরু করা হয়েছে এই কর্মসূচী। জেলার ৩৪টি সরকারি হাসপাতালে শুরু হয়েছে এটি। এর আওতায় থাকছে বাছাই কিছু মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল এবং কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল।

প্রসঙ্গত, রক্তের এই অসুখে শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটিই ব্যাহত হয়। শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাত হতে থাকে। সে কারণে হাসপাতালে পাঠিয়ে সেই রোগীদের ফ্যাক্টর ৮, ফ্যাক্টর ৯ ইত্যাদি উপাদান দিতে হয়।

তবে যেসব হাসপাতালে ইতিমধ্যে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট বা টিসিইউ রয়েছে, সেখানেই শুরু হয়েছে এই প্রকল্প। উল্লেখযোগ্য বিষয় হল, এই কর্মসূচী মোতাবেক রাজ্যের সমস্ত থ্যালাসেমিয়া আউটডোরের নামও পাল্টে যাচ্ছে। নাম হচ্ছে ‘থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া আউটডোর’।

জানা গেছে এক-একটি সরকারি হাসপাতালে এই কর্মসূচী রূপায়ণের জন্য একজন করে মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, কাউন্সেলর, স্টাফ নার্স ও ডিইও— সবশুদ্ধ পাঁচজন কর্মী থাকবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*