বুলবুলের প্রভাবে যে এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, সেখানে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২৬ নভেম্বর থেকে স্কুলের প্রস্তাবিত পরীক্ষাগুলির দিন পিছিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, পরীক্ষার দিন ফেলা হতে পারে ২ ডিসেম্বর থেকে।
আজ শিশু দিবস উপলক্ষ্যে রাজ্যের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়া ও তাদের শিক্ষক-শিক্ষিকারা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন। তাঁদের সঙ্গে কথা বলার সময়েই মুখ্যমন্ত্রী বলেন, বুলবুলের প্রভাবে যে সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি, সেখানকার সমস্ত স্কুলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে।
Be the first to comment