তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নিউটাউন

Spread the love

সিন্ডিকেটের দখল নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠলো নিউটাউন। তৃণমূল-বিজেপি সংঘর্ষে বৃহস্পতিবার রাতে জখম হয় ৭ জন তৃণমূল কর্মী। গুলি চালানো ও তৃণমূল কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা আফতাবুদ্দিনের অভিযোগ, ৩০ থেকে ৪০ জন বিজেপি কর্মী বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ নিউটাউনের যাত্রাগাছিতে একটি প্রজেক্ট এরিয়াতে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

এরপর তৃণমূলের কর্মীরা ওই প্রজেক্টে মাটি ফেলতে গেলে বাধা দেয় বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, বিজেপি কর্মীরা ৩ রাউন্ড গুলি চালায় ও এক তৃণমূল কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেয়। তবে দুই দলের সংঘর্ষে ৭ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। নিউটাউন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৬ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। রাতভর পুলিশ পিকেট ছিল এলাকায়।

অভিযোগ অস্বীকার করে নিউটাউনের বিজেপি নেতা পীযূষ কানোরিয়া বলেন, এই ঘটনা রাজনৈতিক নয়। এলাকার ছেলেরা আগে থেকেই ওখানে নির্মাণ সামগ্রী সরবরাহ করছিল। সেখানে তৃণমূল নেতা আফতাবুদ্দিনের অনুগামীরা জোর করে নির্মাণ সামগ্রী সরবরাহ করার চেষ্টা করে। এই নিয়ে বচসা হয়েছিল। প্রোমোটার মীমাংসার প্রস্তাব দেয় ৷ কিন্তু আফতাবুদ্দিনের অনুগামীরা একতরফা হামলা করে। সেই হামলার প্রতিরোধ করতেই, দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ একতরফা ভাবে বিজেপি কর্মীদের আটক করে নিয়ে যায়। তৃণমূলের কারও বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*