“পাকিস্তানের DNA-তেই সন্ত্রাসবাদ” ; UNESCO-এর মঞ্চে কড়া জবাব দিলো ভারত

Spread the love

পাকিস্তানের DNA-এর মধ্যেই রয়েছে সন্ত্রাসবাদ ৷ প্যারিসে UNESCO-এর সাধারণ সম্মেলন থেকে ইসলামাবাদকে এভাবেই আক্রমণ করলো ভারত ৷ আন্তর্জাতিক মঞ্চ থেকে কাশ্মীর প্রসঙ্গে ভুল বার্তা পাঠানোর জন্য বৃহস্পতিবার প্রতিবেশী পাকিস্তানকে এভাবেই পাল্টা জবাব দিল দিল্লি ৷ পাশাপাশি ইসলামাবাদের ধুঁকতে থাকা আর্থিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করা হয় ৷

UNESCO-এর সাধারণ সম্মেলনে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অনন্যা আগরওয়াল ৷ তিনি বলেন, পাকিস্তানের এই আচরণের জন্যই তাদের দেশীয় পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে ৷ এর কারণ, ধুঁকতে থাকা অর্থনীতি, গোঁড়ামিতে ঘেরা সমাজ আর গভীরে ঢুকে যাওয়া সন্ত্রাসবাদের DNA ৷ পাশাপাশি ভারত সম্পর্কে UNESCO-তে ভুল বার্তা দেওয়ার প্রসঙ্গেও প্রতিবেশী দেশকে আক্রমণ করেন অনন্যা আগরওয়াল।

তিনি আরও জানান, ২০১৮ সালের বিশ্বের সবথেকে পিছিয়ে পড়া দেশগুলির তালিকায় পাকিস্তান ছিল ১৪ নম্বরে ৷ প্রসঙ্গত, সেপ্টেম্বরে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ভারতকে হুমকি দিয়েছিলেন ৷ কথা তুলছিলেন পারমানবিক অস্ত্র ব্যবহারেরও ৷ অনন্যা আগরওয়াল গতকালের মঞ্চ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও নিশানা করেন ৷ বলেন, পাকিস্তান অন্ধকার আর চরমপন্থার তলানিতে ডুবে থাকা একটি দেশ ৷ এটি সন্ত্রাসবাদের আঁতুড়ঘর ৷ পাকিস্তান অন্য দেশের উপর পারমাণবিক অস্ত্র নিয়ে হানারও হুমকি দেয় রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ৷

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ সম্প্রতি ওসামা বিন লাদেন ও হক্কানিকে পাকিস্তানের নায়ক হিসেবে ব্যাখ্যা করেন ৷ এভাবেই ইসলামাবাদের নিন্দায় সরব হন ভারতীয় প্রতিনিধি দলের প্রধান অনন্যা আগরওয়াল ৷ পাশাপাশি প্রতিবেশী দেশের সংখ্যালঘু মানুষের সংখ্যা কমতে থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি ৷ ১৯৪৭ সালে দেশভাগের সময়ে পাকিস্তানে সংখ্যালঘু মানুষের হার ছিল ২৩ শতাংশ ৷ সেখান থেকে কমতে কমতে এখন মাত্র ৩ শতাংশে এসে দাঁড়িয়েছে ৷ UNESCO-র মঞ্চ থেকে অনন্যা আগরওয়াল সমস্ত সদস্য দেশগুলিকে ইসলামাবাদ থেকে প্রচারিত এই ধরণের ভুল ভিত্তিহীন বার্তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানান ৷


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*