রাজ্যের শ্রমিকদের জন্য নতুন বোর্ড গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হতে চলেছে বিশেষ এই বোর্ড। জীবিকার জন্য যে শ্রমিকরা অন্য রাজ্যে যান তাঁদের কথা মাথায় রেখে এই উদ্যোগ ৷
নবান্ন সূত্রে খবর, এই বোর্ডে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত শ্রমিকের অন্য রাজ্যে কোনও সমস্যা হলে তা সমাধানের উদ্যোগ নেবে রাজ্য সরকার। কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যার পরেই এই বোর্ড গঠনের কথা ভাবা হয় ৷
গত অক্টোবরে জম্মু- কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হন পশ্চিমবঙ্গের ৫ শ্রমিক। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন। জম্মু-কাশ্মীরে কর্মরত প্রায় ১৩০ জন শ্রমিককে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব শীঘ্রই গঠন হবে শ্রমিক বোর্ড। উল্লেখ্য, এর আগে বিভিন্ন জাতি ও উপজাতির জন্য একাধিক উন্নয়ন বোর্ড গঠন করেছেন মুখ্যমন্ত্রী। তবে পৃথক শ্রমিক বোর্ড গঠনের উদ্যোগ এই প্রথম।
Be the first to comment