আবারও ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে কাঠমান্ডু সংলগ্ন এলাকা। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার অভ্যন্তরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে৷ যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগেও, বুধবার বিকেলে জোরালো কম্পন অনুভূত হয় নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৫। কম্পন ছড়িয়ে পড়ে উত্তরাঞ্চলেও৷ দেরাদুন থেকে ১২১ কিলোমিটার পূর্বে ছিল উৎসস্থল। উত্তরাখন্ডের রুরকিতেও অনূভুত হয় কম্পন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ভয়াবহ কম্পনে তছনছ হয়ে যায় নেপালের একাংশ৷ মারা যান ৯০০০ মানুষ। আহত হন বহু মানুষ।
Be the first to comment