ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
কথা ছিল ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন অমিতাভ বচ্চন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথাও দিয়েছিলেন তিনি। কিন্তু, অসুস্থ থাকায় সেই কথা রাখতে পারেননি। এরপর নবান্নে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন যে রাজ্য সরকারের কাছে একটি ভিডিয়ো বার্তা পাঠাবেন। সেই বার্তাটি পাঠিয়েছিলেন তিনি। আর উৎসবের শেষদিনে চালানো হলো সেই ভিডিয়ো বার্তা।
৮ নভেম্বর শুরু হয়েছিল ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার ছিল উৎসবের শেষ দিন। নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শাবানা আজমি, মাধবী মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, গৌতম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে শারীরিক অসুস্থতার জন্য উৎসবে অনুপস্থিত থাকলেও ভিডিয়ো বার্তা রেকর্ড করে পাঠিয়েছেন অমিতাভ। ভিডিয়োতে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন বিগ বি । তিনি বলেন, “কলকাতা আমার বাড়ির মতোই। সেখানেই প্রথম চাকরি করেছিলাম। এমনকী জয়ার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় কলকাতায়। হলে গিয়ে সিনেমা দেখার চেয়ে ওয়েব সিরিজ দেখতেই বেশি পছন্দ করে বর্তমান প্রজন্ম। ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তাদের কাছে বেশি পছন্দের। এ প্রসঙ্গে অমিতাভ বলেন, “নেটফ্লিক্স বা অ্যামাজনের মতো একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে ভারতে। কিন্তু, এরপরে কী হবে? ‘মুঘলে ই আজম’-এর মতো ক্লাসিক ছবিগুলি কি ছোটো স্ক্রিনে ভালো লাগবে? যার জন্য সেগুলি ব্লকবাস্টার হয়েছিল সেই মজা কি মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে পাওয়া যাবে?
পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের অবদান প্রসঙ্গেও বক্তব্য রাখেন বিগ বি।
Be the first to comment