শ্রীলঙ্কায় বাসের কনভয় লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ১০০টি বাসের কনভয়ে সংখ্যালঘু ভোটারদের নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল ওই ভোটারদের।
উত্তর-পশ্চিম শ্রীলঙ্কার তান্তিরিমালেতে এই হামলা হয়েছে ৷ পুত্তালাম থেকে ওই মুসলিম ভোটারদের পার্শ্ববর্তী মান্নর নিয়ে যাওয়া হচ্ছিল ভোট দেওয়ার জন্য ৷ হামলায় এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর নেই। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। তারপর বাসের কনভয় থামতেই হামলা চালায় ৷
এক পুলিশ আধিকারিক বলেন, দুষ্কৃতীরা গুলি চালানোর সঙ্গে সঙ্গে পাথরও ছোড়ে। তবে, এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Be the first to comment