মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে রবিবার আলোচনায় বসছেন সোনিয়া-পাওয়ার

Spread the love

মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য কংগ্রেস, NCP ও শিবসেনা এক অভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রবিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনায় বসছেন NCP সুপ্রিমো শরদ পাওয়ার। এই আলোচনায় যোগ দিতে পারেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আর এই আলোচনা থেকেই সরকার গঠনে সিলমোহর পড়তে চলেছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সোনিয়া-পাওয়ার বৈঠকের কথা জানিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়ে বলেন, কংগ্রেস একা কোনও সিদ্ধান্ত নিতে পারে না। সেজন্যই ১৭ নভেম্বর এই বৈঠকের আয়োজন করা হয়েছে। খাগড়ে আরও বলেন, এই আলোচনা থেকেই সরকার গঠনে ঐকমত্যে পৌঁছানো যাবে। শরদ পাওয়ার অবশ্য শুক্রবারই বলেন, সরকার গঠনে আমরা ঐকমত্যে পৌঁছেছি।

মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি সর্বাধিক আসন পায়। কিন্তু শিবসেনা মুখ্যমন্ত্রীত্বের দাবি ছাড়তে রাজি না হওয়ায় বিজেপি-সেনা জোট সরকার গঠনে সফল হয়নি। এরপর মহারাষ্ট্রে রাজ্যপাল NCP ও শিবসেনাকে সরকার গঠনের জন্য ডাকলেও তারাও নির্দিষ্ঠ সময়ের মধ্যে সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারেনি। শিবসেনা অতিরিক্ত সময চাইলেও রাজ্যপাল তা দেননি। এই অবস্থায় রাজ্যপাল মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলে কেন্দ্রীয় মন্ত্রীসভা তা মান্যতা দেয়। এরপরই কংগ্রেস, NCP ও সেনা সরকার গঠনের জন্য তোড়জোড় শুরু করে।

রবিবার সোনিয়া-পাওয়ারের আলোচনা এই প্রচেষ্টাকে ফলপ্রসূ করে তুলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীত্ব পাবে সেনা। অন্যদিকে কংগ্রেস ও NCP আড়াই বছর করে উপ-মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*