রাজ্যপালের নিয়মিত কর্মসূচিকে ভালো চোখে দেখছেন না শাসক দলের নেতা মন্ত্রীরা। আর তা বারবার প্রকাশ পেয়েছে নেতাদের বক্তব্যে। এর আগেও রাজ্যপালের বক্তব্যের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবার মুখ খুললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, আমি কতটা অধিকার প্রয়োগ করবো, তার গণ্ডিটা আমাকেই বুঝতে হবে। আশা করি রাজ্যপালও সেটা জানেন।
বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বারবার রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত প্রকাশ্যে এসেছে। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তেমনই রাজ্যপালের সমালোচনাতেও সরব হয়েছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার মুর্শিদাবাদের ফরাক্কায় একটি কলেজের অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে অনুষ্ঠান মঞ্চ থেকে ফের রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। রাজ্যপালের বক্তব্যে শাসক শিবির অখুশি। আর সেটাই প্রকাশ পেল চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্যে।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের আচার্য আছেন। JNU-তেও একটা বড় কাণ্ড হয়েছে। তারও আচার্য আছে। আমরা তো ওই গন্ডগোলের মধ্যে যেতে তাঁকে দেখিনি। আচার্যকে বুঝতে হবে নিজের অধিকারকে কতটা প্রয়োগ করা যাবে। সংবিধান আমায় অনেক অধিকার দিয়েছে। কিন্তু কয়েক লাইনে আমার কর্তব্য বলে দিয়েছে অর্থাৎ আমি কতটা অধিকার প্রয়োগ করবো তার গণ্ডিটা আমাকেই বুঝতে হবে। আশা করি রাজ্যপালও সেটা জানেন। আর সেইমতোই তিনি কাজ করবেন। সেটা যদি লঙ্ঘন করা হয় তাহলে বাংলার মানুষ তা মানবে না।
Be the first to comment