প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গঠিত ছাত্র কাউন্সিল, বিজয় মিছিল করলো SFI

Spread the love

দীর্ঘ ৯ বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটে জয়ী হয়েছে SFI। সেন্ট্রাল প্যানেলের পাঁচটি পদেই SFI-এর জয়ের পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গঠিত হল ছাত্র কাউন্সিল। কাউন্সিলের বাকি পদগুলিতে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হলেন প্রার্থীরা। মোট আটটি পদের মধ্যে সাতটি পদে জয়ী হয়েছে SFI প্রার্থী। বাকি একটি পদে জয়ী হয়েছে ইন্ডিপেন্ডেন্ট কনসোলিডেশন (IC)‌। ছাত্র কাউন্সিল গঠন হওয়ার পরে ক্যাম্পাস থেকে বিজয় মিছিল করেন SFI-এর কলকাতা জেলা কমিটি ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা।

SFI-এর রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকার বলেন, মোট ৮টি পদে গোপনে ভোট দেন গতকাল নির্বাচিত ক্লাস রিপ্রেজেন্টেটিভরা। সেই ভোটের পর সাতটি পদে জয়ী হয়েছেন তাঁরা। সোশ্যাল সার্ভিস লিগে সাওনিল গুছাইত, অ্যাথলেটিক ক্লাবে সৌনক গুছাইত, ড্রামা সোসাইটিতে আস্থা ঘোষ, পাবলিকেশনে দেবদ্রিতা, ডিবেটে পর্ণাঞ্জন দত্ত, ইন্টার্নাল কমপ্লেইন্টস কমিটিতে শ্যারন লেপচা ও সুচেতনা বন্দ্যোপাধ্যায় এবং বয়েজ কমন রুমে অভিজিৎ দাস জয়ী হয়েছেন। রবীন্দ্র পরিষদে জয়ী হয়েছেন IC-এর সৌনক দেব।কাউন্সিল গঠিত হওয়ার পর ক্যাম্পাস থেকে বিজয় মিছিল করেন SFI-এর প্রেসিডেন্সি ইউনিট ও কলকাতা জেলা কমিটির সদস্যরা।

SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, মিছিল নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমরা গতকাল যা বলেছিলাম, এটা গণতন্ত্রের জয়। তৃণমূল ও বিজেপিকে ছাত্রছাত্রীরা প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে। যেখানে গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে সেখানে এটাই ফলাফল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সাহস থাকে উনি গণতান্ত্রিক পরিবেশে ছাত্রভোট করে দেখান। আজকের বিজয় মিছিলটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে কলেজস্ট্রিট চত্বর ঘুরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*