এবার লোকসভার শীতকালীন অধিবেশনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনতে চলেছে সরকার। সোমবার থেকে চালু হচ্ছে শীতকালীন অধিবেশন। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের আইটেমস অব বিজনেস তালিকায় রয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল।
অসমে এনআরসিতে কয়েক লক্ষ হিন্দুর নাম বাদ পড়েছে। এরপরে বিজেপি সভাপতি অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, শীঘ্র নাগরিকত্ব আইন সংশোধন করা হবে। মোদী সরকারের প্রথম দফায় ওই বিল আনা হয়েছিল। কিন্তু রাজ্যসভায় তা পাশ করানো যায়নি। তারপরে লোকসভার মেয়াদও শেষ হয়ে যায়।
নাগরিকত্ব সংশোধনী বিলে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করার কথা বলা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, যাঁরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে এসেছেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। অবশ্য ভারতে ছ’বছর থাকার পরেই তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এভাবে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ ও খ্রিস্টানরা নাগরিকত্ব পাবেন।
Be the first to comment