মৌসুমী রায় সরকার,
ছবি- মৈনাক সাউ, গোকুল ভক্ত (ফটো জোনের কর্ণধার)
মার্চ মাস থেকে আমাদের ‘রোজদিন.ইন’ পোর্টালের “আহারে বাহারে” বিভাগের যে যাত্রাপথ শুরু হয়েছিলো তা যে এতো অল্প দিনেই মানুষের এতো কাছের এবং এতো নিজের হয়ে যাবে সেটা শনিবার বাঙ্গুর এভিনিউতে অবস্থিত কলকাকলি মঞ্চে আয়োজিত রন্ধন প্রতিযোগিতা তার সাক্ষী হয়ে রইলো। এদিন মোট ৪২ জন প্রতিযোগী এই রন্ধন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাঁদের প্রত্যেককে আমরা পোর্টালের তরফ থেকে পার্টিসিপেন্ট মেমেন্টো দিয়ে সম্মানিত করেছি এবং যে সব সদস্যা বিগত ৩ মাস ধরে তাঁদের অভিনব রেসিপি আমাদের পোর্টালের আহারে বাহারে বিভাগে শেয়ার করেছেন প্রত্যেকের হাতে অভিনব রেসিপি কন্ট্রিবিউটরের পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
যে সকল সদস্যা মূল্যবান কিচেন টিপস আমাদের ‘রোজদিন.ইন’ পোর্টালে শেয়ার করেছেন তাঁদেরকে আমরা অভিনব কিচেন টিপস কন্ট্রিবিউটর হিসাবে একটি করে মেডেল দিয়ে সম্মানিত করেছি। এদিনের অনুষ্ঠানে বিচারক হিসাবে ছিলেন সেলিব্রেটি শেফ রঙ্গন নিয়োগী, শেফ দেবজিৎ মজুমদার এবং ফুড কলামিস্ট সুলেখা ভদ্র।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রোজদিন.ইন’ পোর্টালের যুগ্ম সম্পাদক পিয়ালি আচার্য ও “আহারে বাহারে”-এর বিভাগীয় প্রধান মৌসুমী রায় সরকার।
দেখুন ভিডিও!
দেখুন ছবি!
রোজদিনের যুগ্ম সম্পাদক পিয়ালি আচার্য ও আহারে বাহারে বিভাগের প্রধান মৌসুমী রায় সরকার
বিচারকদের সম্মান প্রদান করছেন রোজদিনের যুগ্ম সম্পাদক
মিষ্টি সেগমেন্টে প্রথম স্থানাধিকারিকে পুরস্কার প্রদান করছেন বিচারক, শেফ রঙ্গন নিয়োগী
মিষ্টি সেগমেন্টে দ্বিতীয়
মিষ্টি সেগমেন্টে তৃতীয়
পুরস্কার
প্রতিযোগীদের বিভিন্ন রেসিপি
প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন বিচারক, ফুড কলামিস্ট সুলেখা ভদ্র
প্রতিযোগী
প্রতিযোগীদের পুরস্কৃত করছেন বিচারক, শেফ দেবজিৎ মজুমদার
Be the first to comment