কলকাতা-সহ ছ’টি জেলার প্রায় ৩০০টি স্কুলে ৪ থেকে ১২ বছর বয়সি পড়ুয়াদের ভালো-খারাপ স্পর্শের পার্থক্য বোঝাতে এই শিক্ষা দেওয়া হবে এবার সরকারি স্কুলেও। শুধু তাই নয় ভালো-খারাপ স্পর্শের পাশাপাশি শিশুদের যৌন হেনস্থার বিরুদ্ধে সচেতন করা হবে স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং অভিভাবকদেরও।
জানা গেছে আপাতত আগামী ছ’মাসের জন্য কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং মালদায় এই উদ্যোগ পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। ওই সব জেলার আপাতত ১০ শতাংশ প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলগুলিতে এই সচেতনতা চলবে।
Be the first to comment