মানকরে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা

Spread the love

মানকরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা। মানকর স্টেশনের কাছে দীর্ঘদিন আগে প্রতিষ্ঠা করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি। কিন্তু রবিবার সকালে দেখা যায় সেই মূর্তি নেই। কেউ বা কারা মূ্র্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে মূর্তির ক্ষতবিক্ষত অংশ। এরপর বুদবুদ থানার অভিযোগ দায়ের করেন স্থানীয় কংগ্রেস কর্মীরা।

পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নেতা দেবেশ চক্রবর্তীর অভিযোগ, রাজ্যজুড়ে এক সাম্প্রদায়িক শক্তি বেছে বেছে বাঙালি মনীষীদের মূর্তি নষ্ট করছে। শুধু আমাদের রাজ্যে নয় ভিন রাজ্যেও বাঙালি মনীষীদের মূর্তি ভাঙা হচ্ছে। এই সংস্কৃতি আগে বাংলায় ছিল না। এক সাম্প্রদায়িক শক্তির হাত ধরে এই অপসংস্কৃতি বাংলায় এলো। প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ঘটনার প্রতিবাদে মানকর রোড অবরোধ করে কংগ্রেস নেতা কর্মীরা। এদিকে এই ঘটনায় মানকরজুড়ে নিন্দার ঝড়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙা নিয়ে সরব হয়েছে মানকরের বাসিন্দারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*