বালিগঞ্জে অপহরণের কিনারা, ধৃত ৭

Spread the love

বালিগঞ্জের সানি টাওয়ারের কাছে অপহরণ। আর সেই অপহরণের কিনারা করতে গিয়ে পর্দা ফাঁস হলো প্রতারণার। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অপহৃত প্রতারককে। পাকড়াও করা হয়েছে চাকরিপ্রার্থী ৬ অপহরণকারীকেও।

প্রসঙ্গত, শনিবার দুপুরে বালিগঞ্জের সানি পার্কের সানি টাওয়ারের কাছে শশীভূষণ দীক্ষিত নামে এক ব্যক্তিকে অপহরণ করে কেউ। দ্রুত খবর যায় থানায়। তদন্তে নামে পুলিশ। CCTV ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় অপহরণকারীদের। তারা সংখ্যায় ছিল ছজন। অপহরণকারীদের চিহ্নিত করার পর অপহৃতের সন্ধান পেতে খুব একটা বেগ পেতে হয়নি পুলিশকে। উদ্ধার করা হয় শশীভূষণকে। তারপরই গল্পের টুইস্ট।

অপহরণের কারণ হিসেবে ২৭ বছরের জিতেন্দ্র প্রসাদ, সোনপাল সিং সিসোরিয়া (১৮), সতিন্দর সিং(২০), মুন্না সিং( ৪৫), চন্দন পোদ্দার(২৮), প্রদীপ সিং(৩৫) জানায়, শশীভূষণের থেকে তারা সাড়ে ১০ লাখ টাকা পায়। সেটি না ফিরিয়ে না দেওয়াতেই এই অপহরণের ছক। কিন্তু কেন ওই টাকা দেওয়া হয়েছিল শশীভূষণকে?

পুলিশ জানতে পারে, ৬ অপহরণকারীকে আর্মিতে চাকরি দেওয়ার নামে ওই টাকা নিয়েছিল শশীভূষণ। অপহরণকারীদের মধ্যে জিতেন্দ্র বরানগরের, সোনপাল, সতিন্দর আগ্রার, মুন্না ডানলপের, চন্দন রিষরার আর প্রদীপ হাওড়া বাসিন্দা। তাদের সকলকেই আর্মিতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিল শশীভূষণ। তাদের বেশকিছু নকল কাগজপত্রও দিয়েছিল।

পরে জিতেন্দ্ররা জানতে পারে, তারা প্রতারণার শিকার। এরপর বেশ কিছুদিন ধরেই শশীভূষণকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল তারা। কিন্তু সেই টাকা ফেরাচ্ছিল না শশীভূষণ। সেই সূত্রেই এই অপহরণ। পুলিশ ৭ জনকেই গ্রেপ্তার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*