ইকোপার্কে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। মৃতের নাম শেখ আয়াজ। বছর চারেকের আয়াজের বাড়ি তালতলা থানা এলাকায়। জানা গিয়েছে শনিবার দুপুরে বাবা, মায়ের সঙ্গে ইকোপার্ক ঘুরতে গেছিল আয়াজ। আর সেখানেই চিলড্রেন্স পার্ক সংলগ্ন একটি পুকুরের ধারে ঘোরাঘুরি করছিলো। বিকেলের পর আর খুঁজে পাওয়া যায়নি তাকে। সঙ্গে সঙ্গে আয়াজের বাবা, মা ইকোপার্ক কন্ট্রোল রুমে গিয়ে বিষয়টি জানান। সেখান থেকে মাইকের সাহায্যে শিশু নিখোঁজের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরও কোনও খোঁজ পাওয়া যায়নি আয়াজের।
পরে ইকোপার্কের তরফে স্থানীয় নিউটাউন থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হয়। তড়িঘড়ি বিধাননগর সিটি পুলিশের ডুবুরি নামানো হয় ওই পুকুরটিতে। সেখানেই তিন ঘন্টা ধরে তল্লাশি চলে। এরপর সন্ধ্যা সাতটা নাগাদ জলের তলা থেকে শিশুটিকে উদ্ধার করে ডুবুরিরা। পরে VIP রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
জানা গিয়েছে, শনিবার ওই পরিবারের সঙ্গে প্রতিবেশী দুই সদস্যও গেছিলেন ইকোপার্কে ঘুরতে। কিন্তু তাঁদের সকলের নজর এড়িয়ে জলাশয়ের দিকে চলে যায় আয়াজ। এদিকে ইকোপার্কের CCTV ফুটেজ থেকে শিশুটির গতিবিধি বুঝতে পেরে পুকুরের জলে ডুবুরি নামায় পুলিশ। তবে, পার্কের এই জলের ধারে কোনও ফেন্সিং দেওয়া ছিল না। সেই কারণেই শিশুদের যাওয়া নিষেধ ছিল। ইকোপার্কের মূল পুকুরটিকে ফেন্সিং দিয়ে ঘিরে রাখা হলেও এই পুকুরের ধারে কোনও ফেন্সিং ছিল না। ওখানে কোনও সর্বক্ষণের সুরক্ষাকর্মীও ছিল না। প্রশ্ন উঠছে ইকো পার্কের পরিকাঠামো নিয়ে। এই বিষয়ে এখনও পর্যন্ত পার্ক আধিকারিকদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Be the first to comment