মার্চের মধ্যেই বিক্রি হবে এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম

Spread the love

২০২০ সালের মার্চের মধ্যে রাষ্ট্রায়ত্ত দুটি সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ ও ‘ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন’ বিক্রি করতে চলেছে কেন্দ্র ৷ রবিবার একথাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ একটি বিবৃতিতে তিনি জানান, সবমিলিয়ে ৫৮ হাজার কোটি টাকার ঋণ রয়েছে রাষ্ট্রায়ত্ত এই উড়ান সংস্থার ৷ তিনি আরও বলেন, আমরা দুটি সংস্থাকে ভেবেই এগোচ্ছি ৷ আশা করি কাজটা সম্পূর্ণ করতে পারবো।

চলতি মাসের শুরুতেই এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বানি লোহানি কর্মীদের একটি খোলা চিঠি দেন ৷ সঙ্গে জানান, সংস্থার স্থায়িত্ব সুরক্ষিত থাকবে ৷ সীতারমন জানান, এয়ার ইন্ডিয়ার জন্য বিনিয়োগকারীদের মধ্যে বেশ ভালোরকমের উৎসাহ রয়েছে ৷ গতবছর এয়ার ইন্ডিয়ার মালিকানার ১০০ শতাংশই কেন্দ্রের কাছে ছিলো ৷ উড়ান সংস্থার ৭৬ শতাংশ শেয়ার ও ম্যানেজমেন্টের দায়িত্বের জন্য সরকার বিনিয়োগকারী চাইলেও একজনও এগিয়ে আসেননি ৷ বাকি ২৪ শতাংশ শেয়ারে সরকারের হস্তক্ষেপের কারণে বিনিয়োগকারীরা সাড়া দেননি ৷ কিন্তু এবার সেই বাধা আর নেই ৷

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে, গত আর্থিক বছরে ৪,৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছিল এয়ার ইন্ডিয়ার ৷ কিন্তু, ২০১৯-২০২০ আর্থিক বছরে লাভের মুখ দেখবে বলে মনে করছেন আধিকারিকরা ৷

অক্টোবরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BCPL)-র ক্ষেত্রে সরকারের ২৩.২৯ শতাংশ শেয়ার বিক্রির বিষয়ে রাজি হয়েছিলেন কয়েকজন সচিব ৷ BCPL-র বাজার মূল্য প্রায় ১.০২ কোটি টাকা ৷ দেশের তেলের বাজার বহুজাতিক সংস্থাগুলির জন্য খুলে দিতে চায় কেন্দ্র, এমনটাই বলে এসেছে বারবার ৷ কেন্দ্রের বক্তব্য, দীর্ঘদিন থেকে দেশের বাজারে তেল ব্যবসা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কাছেই। এর ফলে ভারত পেট্রোলিয়ামও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*